জুলফিকার আলী – কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার কেরালকাতা ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগীতা সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত হয়। সিংগা হাইস্কুল মাঠে ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া প্রতিযোগীতায় কেরালকাতা ইউনিয়নের ১১টি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে। উদ্বোধনী ক্রীড়া প্রতিযোগীতায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিংগা হাইস্কুলে সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সিংগা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: ফজলুর রহমান, স্বাগতিক সিংগা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য মাস্টার আ: সবুর, সাবেক সদস্য নুরুল আমিন, প্রধান শিক্ষক মফিজুর রহমান, প্রধান শিক্ষক সেলিম রেজা, প্রধান শিক্ষিকা পারুল আক্তার, প্রধান শিক্ষক আনিছুর রহমান, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক শামসুন্নাহার লিলি, প্রধান শিক্ষক আফরোজা খাতুন, প্রধান শিক্ষক এসএম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক ফারুক হোসেন, অভিভাবক মাস্টার শফিকুল ইসলামসহ সহকারি শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। মঙ্গলবার সিংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদেও অংশগ্রহনে সাংস্কৃতিক প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে স্বাগতিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জানান। অনুরুপভাবে, ইউনিয়ন পর্যায়ের আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।