কলারোয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

0
1

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল, অর্থনীতির অগ্রগতি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ই জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে উপজেলা অডিটোরিয়ামে সাত দিন ব্যাপী আয়োজিত মৎস্য সপ্তাহে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ। এ সময় তিনি বলেন, মৎস চাষে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় নাম্বরে। আর সারা বাংলাদেশে মধ্যে সাতক্ষীরায় মৎস্য সর্বাহে জেলার শ্রেষ্ঠ হলো কলারোয়া উপজেলা। তিনি আরোও বলেন, সঠিক তথ্যের মাধ্যমে মাছ চাষে উৎসাহ, আর্থিক অনুদান, স্বল্পমূল্য ও বিনা সুদে ক্ষুদ্র ঋণসহ মৎস্য চাষ ও মৎস্যজীবীদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন সরকার। তাই মৎস্য চাষে আগ্রহী হয়ে নিজেদের ভাগ্যের উন্নয়নের বিকাশ ঘটাতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের নানা কর্মসূচী, মৎস্য চাষে সমস্যা, সমাধান ও সম্ভবনা নিয়ে বিভিন্ন পত্রিকার সাথে সংযুক্ত কর্মরত সাংবাদিকদের সাথে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলাম, ক্ষেত্র সহকারী হারুন- অর- রশিদসহ কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ রাশেদুল হাসান কামরুল, যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান, দপ্তার সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, অর্থ বিষয়ক সম্পাদক এমএ সাজেদসহ সকল কর্মরত সাংবাদিকবৃন্দ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here