ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের হুলুলিয়া গ্রামে বখাটে ছেলের ইটের আঘাতে রক্তাক্ত জখম পিতাকে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে। জখম পিতা হুলুলিয়া গ্রামের মৃত আজিবার খাঁর ছেলে সিরাজুল ইসলাম (৪৫)। ঘটনাটি মঙ্গলবার (১৬ই জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ীতে ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সাংসারিক জীবনে স্ত্রীর সাথে মনমালিন্য থাকায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। ঝগড়াঝাটি চলার এক পর্যায়ে পাশে থাকা পঞ্চম শ্রেণীর ছাত্র ছোট ছেলে সজীবকে তাড়া দিলে সে পিতার সাথে বাজে আচারণ করতে থাকেন। এতে রাগান্বিত হয়ে ছোট ছেলে সজীবকে দুটো চড় থাপ্পড় মারতে থাকেন পিতা। পরে বড় ভাই মিজানুর রহমানকে মোবাইল ফোনে বিষয়টি খুলে বলেন ছোট ভাই সজীব। বড় ভাই মিজানুর রহমান গত কয়েক দিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়ী এসেছেন। ঘটনার সময় বড় ভাই মিজানুর রহমান পাশ্ববর্তী বাঁগাআচড়া বাজারে জরুরী কাজে থাকার কিছু সময় পর বাড়ীতে এসে মা তাসলিমার কাছে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলে স্ত্রী (মা) তার স্বামীর বিরুদ্ধে উল্টা-পাল্টা বলতে থাকে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে বড় ছেলে মিজান পাশে থাকা ইট দিয়ে পিতা সিরাজুলের মাথায় আঘাত করে মাথা ও চোখে রক্তাক্ত ফুলা জখমে পরিনত হয়। গুরুত্বর জখম অবস্থায় সিরাজুলকে বৃদ্ধা মায়ের সহযোগীতায় উদ্ধার করে হাসপাতালে এনে চোখের উপরে দুইটা সেলাই দিয়ে বেডে ভর্তি করে দেয়া হয়। বর্তমানে সিরাজুলের অবস্থা অাশংকামুক্ত বলে জানান কর্মরত চিকিৎসক। এ ঘটনায় জখম পিতা বাদী হয়ে বখাটে বড় ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন বলে প্রস্তুতি নেন।