ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়ায় ‘মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জঙ্গীবাদমুক্ত সমাজ গড়তে হলে স্থানীয় জনপ্রতিনিধিরা আইন- শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা না করা হয় তাহলে সমাজ থেকে এগুলো নির্মূল করা কখনো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে একা সম্ভব হবে না। যতক্ষণ পর্যন্ত ইউপি চেয়ারম্যানরাসহ জনপ্রতিনিধিরা সহযোগি না করবে তৎক্ষণ পর্যন্ত এগুলো সমাজে চলতে থাকবে। তাই সমাজ থেকে এগুলো ধীরে ধীরে নির্মূল করে সুন্দর সমাজ গঠনে সকলকেই এগিয়ে আসতে আহবান রাখেন এ্যাড মুস্তফা লুৎফুল্লাহ এমপি। সোমবার (২২ই জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে মাসিক আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান অতিথী’র বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে মাসিক সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার ভূমি আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা প্রমুখ। উপজেলার সার্বিক আইন শৃংখলা, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও সীমান্তের চোরাচালান প্রতিরোধে নানান উদ্যোগের কথা এ সভায় আলোচনা করা হয়। এবং জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে কলারোয়া উপজেলাকে ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ১২টি ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং সীমান্তের ৪টি বিজিবি’র ক্যাম্পের প্রতিনিধি ও গণ মাধ্যমকর্মীরা।