ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নিদের্শনা মোতাবেক শুক্রবার (২৬ ই জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে পৌরসদরের মুরারীকাটি নবজীবন অফিসের সামনে থেকে থানার এএসআই তরুন অধিকারী ১০ বোতল ফেন্সিডিলসহ অসিম সরদার (৩২) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অসিম সরদার কলারোয়া পৌরসদরের ঝিকরা গ্রামের কুরবান সরদারের ছেলে। এছাড়া শনিবার (২৭ ই জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চন্দনপুর কলেজের সামনে থেকে একাধিক মাদক মামলার আসামী ডাবলু সরদার (২০) কে ১০০ গ্রাম গাঁজাসহ থানার এএসআই রবিউল ইসলাম গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ডাবলু সরদার যশোর জেলার শার্শা উপজেলার আব্দুল করীম সরদারের ছেলে। গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়ে শনিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।