কলারোয়ায় বেত্রবতী হাইস্কুলে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

0
1

ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়ায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পৌরসদরে অবস্থিত বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোক দিবসের আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার (১৫ই আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারণ করে বক্তব্য রাখে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, পিয়ন ফারুক হোসেন, শিক্ষার্থী সুমাইয়া সুলতানা মুন্নী, মাহি আল হাসান মাহি, অর্ণবী পাল রিয়া, মোহিত লাল, মেহরাব তানহা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু বকর ছিদ্দীক। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী ‘খ’ বিভাগে তরিকুল ইসলাম, মাহি আল হাসান মাহি ও জান্নাতুল ফেরদৌস নুপুর, ‘ক’ বিভাগে খোকা থেকে বঙ্গবন্ধু শীর্ষক রচনা প্রতিযোগিতায় অর্ণবী পাল রিয়া, মিনা খাতুন ও বুশরা, বঙ্গবন্ধুর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে বুশরা, পারভেজ ও মিনা খাতুন, ‘খ’ বিভাগে অর্ণবী পাল রিয়া, তাপসী রাণী এবং খুকুমণিকে পুরস্কার প্রদান করা হয়। সর্বশেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here