সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলারোয়া প্রেসক্লাবের নিন্দা

0
1
ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় সভাপতি- সম্পাদকসহ ১০ সিনিয়র সাংবাদিক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সকল কর্মকর্তা ও কর্মরত সাংবাদিক বৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যার পর কলারোয়া প্রেসক্লাব চত্বরে জরুরী বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক এ হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ঘটনা সূত্রে বৃহস্পতিবার (৩০ শে মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে বর্ষীয়ান সাংবাদিকদের কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে কিলচড় ঘুষি মারতে মারতে হামলা চালায়। লাঠিসোটা হকিস্টিক লোহার রডসহ ঘন্টাব্যাপী হামলায় প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদসহ ১০ সাংবাদিক আহত হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের বাইরে বহু সংখ্যাক দাগী সন্ত্রাসী মাদকসেবী ও চোরাচালানীকে মহড়া দিতে দেখা গেছে। এছাড়া সাতক্ষীরার একজন আলোচিত সংসদ সদস্যের দুই সহোদর ভাইকে ওই সন্ত্রাসীদের সাথে ঘোরাফেরা করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে শতাধিক সন্ত্রাসী বীরদর্পে প্রেসক্লাব ভবনে ঢুকে হৈ হুল্লোড় করতে করতে প্রথমেই সিসিটিভি ক্যামেরার কানেকশন টেনে ছিড়ে ফেলেন। এরপরই তারা লাটিসোটা লোহার রড নিয়ে হামলা করে কর্মরত সাংবাদিকদের মারধর করতে থাকেন। সাংবাদিকরা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করার পরও বারবার টেলিফোন পেয়ে মাত্র ১০০ গজ দুরে থাকা সাতক্ষীরা সদর থানা পুলিশ আসতে দেরী করায় ততক্ষণে রক্তাক্ত অবস্থায় সাংবাদিকরা আহাজারী করতে থাকে। ঘটনার সময় এক বিএনপি নেতা ওসির সামনে বসে এই হামলার মনিটরিং করছিলেন বলে অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আহত হয়েছেন দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাতক্ষীরা প্রেসক্লাবের সাতবারের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সভাপতি চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি প্রেসক্লাবের সাবেক পাঁচবারের সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, মোহনা টিভির জেলা প্রতিনিধি আব্দুল জলিল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাতবারের সাধারণ সম্পাদক আব্দুল বারীসহ ১০ জন সিনিয়র সাংবাদিক। এদিকে খবর পেয়ে কলারোয়া প্রেসক্লাবের সকল কর্মকর্তরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একটি মহল সাতক্ষীরায় আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। তারাই নেপথ্যে থেকে ভাড়াটিয়া বাহিনী দিয়ে এই হামলা চালিয়ে জেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক ও কর্মকর্তাদের উপর। তাই এ ঘটনায় অতিদ্রুত হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের আওতায় আনার জন্য জেলা পুলিশ সুপার মহাদয়কে আহবান করেন কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ সভপতি হাসান মাসুদ পলাশ, প্রভাষক সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, শেখ রাশেদুল হাসান কামরুল, যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, অর্থ বিষয়ক সম্পাদক এমএ সাজেদ, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকবার আলী, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম লিটন, মিয়া ফারুক হোসেন স্বপন ও সাইফুল ইসলাম। উল্লেখ্য গত ২০ মার্চ অসৌজন্যমূলক আচরণের কারণে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে অবাঞ্ছিত ঘোষণা করেন সাতক্ষীরা প্রেসক্লাব। এ ঘটনার আড়াই মাস পর বুধবার ২৯ শে মে) সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়ার কয়েক ঘন্টা পর সাতক্ষীরা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here