কলারোয়ার বাগাডাঙ্গায় রাস্তা ভেঙে পুকুরে বিলীন, দুই মুক্তিযোদ্ধা সহ শতাধিক পরিবারের দুর্ভোগ

0
0
তরিকুল ইসলাম সাতক্ষীরা,প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাগাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু মুসা ও বিল্লাল হোসেনের বাড়ি সংলগ্ন চলাচলের একমাত্র রাস্তাটি ভেঙে পুকুরে বিলীন হওয়াই সাধারণ পথচারী সহ এলাকার শতাধিক পরিবারের দূর্ভোগ চরমে পৌছেছে। সরেজমিনে দেখা যায়, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা ও বিল্লাল হোসেনের বাড়ি সংলগ্ন রাস্তাটি ভেঙে প্রায় দু’শ ফুটের মত পুকুরে বিলীন হয়েছে। এতে করে সাধারণ পথচারী সহ এলাকার মানুষের যাতায়াতের জন্য দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন জানান, পুকুরে মাছ চাষের জন্য বিভিন্ন রাসায়নিক ব্যবহারের ফলে পুকুর পাড়ে ভাঙনের সৃষ্টি হয়। দীর্ঘদিন সংস্কারের অভাবে পুরো রাস্তাটি এখন পুকুরে বিলীন হওয়ার উপক্রম। আমরা এলাকাবাসী সহ সাধারণ পথচারীদের জন্য রাস্তাটি চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়েগেছে। স্থানীয় বালিয়াডাঙ্গা বাজারে উঠার জন্য এটি একমাত্র রাস্তা হওয়াই গ্রামবাসীদের প্রায় এক কিলোমিটার পথ ঘুরে বাজারে উঠতে হচ্ছে তিনি আরও জানান, রাস্তাটি সংস্কারের জন্য বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দারস্থ হয়েও কোন সুফল পাওয়া যায়নি। বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন ও আবু মুসা সহ স্থানীয় সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য জেলা ও উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here