ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিষেক হচ্ছে খুবি’র ছাত্র অনির্বাণের

0
0

প্রনব মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনভাইরনমেন্টাল সাইন্সের মেধাবী ছাত্র অনির্বান, তিনি পূর্বে কাজ করতেন বিশ্বরঙ্গের মডেলিং হিসাবে। এছাড়া তিনি ইংরেজি পত্রিকা, চ্যানেল, খুলনা ক্রিকেট একাডমীতে ও যুক্ত ছিলেন। খুবি’র মেধাবী ছাত্র এবারই প্রথম মডেলিং থেকে বড় পর্দায় নাম লেখাতে চলেছে। ঢাকা সিরিজ প্রযোজিত এবং অভিজিৎ সুর পরিচালিত ঈদের নাটক “মানবতার ” মাধ্যমে বড় পর্দায় নাম লেখাতে চলেছে অনির্বান। এখানে সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করছেন অনির্শা জারা এবং সাথে আরও থাকছেন প্রবীন অভিনেতা বৈদনাথ সাহা।গোপন সুেএ জানা যায়, নাটকের প্রধান চরিত্রে ‘সিয়াম’ হিসেবে তাকে দেখা যাবে। নাটক সম্পর্কে তাকে কিছু জিজ্ঞেস করলে সে অনেক আশাবাদ ব্যক্ত করে।

সে বলে, “বড় পর্দায় তার এটি প্রথম কাজ সেক্ষেেএ চরিত্র টা তার কাছে খুবই গুরুত্ব বহন করে ।সে আরও বলে, আমি খুবই ভাগ্যবান নাটকটির প্রদান চরিত্রে অভিনয় করতে পেরে।আশা করছি, দশর্কদের ভিন্ন মাএার কিছু উপহার দিতে পারবো ।নাটকটি মুক্তি পাবে ১লা রোজায়। ম্যানেজিং ডিরেক্টর হিসেবে থাকছে এস.কে সাব্বির এবং ডি.ও.পি রানা শেখ, ও সুর সংকলন করেছেন সত্যব্রত বিশ্বাস বাপ্পি।
এজন্য তিনি সকল কলাকুশলী ও শুভানুধ্যায়ীদের কাছে আশীর্বাদ প্রাথর্না করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here