আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি আবু জাফর সোহেল রানাকে সভাপতি ও এস টিভি বাংলার প্রতিনিধি মোঃ আলমগীর হোসাইনকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে আইন উপদেষ্টা হিসেবে রয়েছেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু।সোমবার (১১ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম পৌরশহরের দাদা মোড় সংলগ্ন আলমাস কমিউনিটি সেন্টারে দ্বি-বার্ষিক সম্মেলন অনু্ষ্িঠত হয়েছে।বিএমএসএফথর কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আতিকুর রহমান রানার সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু,জেলা তথ্য কর্মকর্তা মোঃ শাহ্ জাহান আলী,রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরায়ার্দী বাপ্পী।সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের এ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক নুর আলম,কালের কন্ঠের ও ইন্ডিপেনডেন্ট টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক,বাংলাদেশ বেতার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন আহম্মেদ,সাংবাদিক লাইলী আক্তার,রফিকুল ইসলাম,সাওরাত হোসেন সোহেল,যুগের খবর পত্রিকার সম্পাদক এস এম নুরুল আমিন সরকার প্রমুখ।সম্মেলন উপলক্ষে ৬জন অতিথি ও জেলার যমুনা টিভির প্রতিনিধি নাজমুল,ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি আব্দুল খালেক ফারুক,বাংলাদেশ বেতার প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শাহবুদ্দিন আহম্মেদ,সাংবাদিক লাইলী আক্তারসহ ১২জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় অারও উপস্হিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকারিয়া মিঞা, দি নিউজের জেলা প্রতিনিধি রতিকান্ত রায়, দি নিউজের ফুলবাড়ী প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজ, দৈনিক সমাজের কন্ঠ জেলা প্রতিনিধি মোঃআজিজুল হক নাজমুল, এসটিভি বাংলার উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর।