মোঃ আজিজুল হক
জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভূরুঙ্গামারী ব্র্যাক অফিসের সামনে মোটরসাইকেল চালকের অসাবধানতার কারণে ট্রলি চালক আব্দুস সালাম (৪৮) সড়ক দূর্ঘটনায় নিহত হন। আব্দুস
সালাম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত-আঙ্গারিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে সরেজমিনে জানা গেছে যে, আব্দুস ছালাম সকালবেলা জয়মনিরহাট থেকে ইট বোঝাই ট্রলি নিয়ে ভূরুঙ্গামারী আসার পথে ব্র্যাক অফিসের সামনে দুই ট্রলির ক্রচিংয়ের সম্মুখীন হয়। ক্রচিংয়ের সময় এক মটর সাইকেল চালক ঢুকে পড়লে উত্তর থেকে আসা ট্রলির ধাক্কায় মটরসাইকেল চালক বেপোড়োয়া ভাবে ছালামের হাতে জোড়েসোরে আঘাত দেয়। এতে ছালাম চলন্ত ট্রলির নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় জনসাধারণ তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যাের অাবাসিক মেডিকেল অফিসার মো: সিরাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য মটরসাইকেল আরহী নবীবর আলী গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।