মোঃআজিজুল হক নাজমুল-
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম শহরের চড়–য়াপাড়ায় সুপারীর গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৪৩) ও আব্দুল খালেক (৪৫) নামে দু’শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌনে দুইটার দিকে ওই গ্রামের মনিরের বাড়ীতে কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, পাশর্^বর্তী করিমের খামার গ্রামের আবেদ আলীর পূত্র আব্দুল খালেক ও মোগলবাসা ইউনিয়নের চর ভেলাকোপা গ্রামের উমর আলীর পূত্র আব্দুর রহমান শহরের চড়–য়াপাড়ায় মনিরের বাড়িতে কাজ করতে যায়। সেখানে সুপারী গাছ তুলে অন্যত্র স্থাপন করার সময় গাছ হেলে পরে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।