আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধি:
ভুরুঙ্গামারী উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কমিটি গঠন করা হয়েছে। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি এই উপজেলা কমিটি অনুমোদন করেন।
ভুরুঙ্গামারী সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন মহি উদ্দিন আহম্মেদ। যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ সরকার এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন এটিএম শাহজাহান মানিক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর মন্ডল, শহিদুল ইসলাম মঞ্জু, সাইফুর রহমান বাচ্চু,আব্দুল কাদের সরকার, আনছার আলী, আলহাজ্ব আমজাদ হোসেন, মোহাম্মদ আলী ও মকবুল হোসেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে।