আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আহত ১৬ জন। ফজলুল করিম জামিয়া ইসলামী মাদরাসার ছাত্র অনেকে আহত।
কুড়িগ্রাম শহরের চৌরাস্তা ধরলা সেতু রোডের তারামন বিবি মোড়ে আজ সোমবার দুপুর ১২ টার দিকে একটি যাত্রীবাহী অটোরিক্সায় ট্রাকের ধাক্কায় অটোরিক্সার দুই পুরুষ যাত্রী নিহত হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,
ধরলা ব্রিজের পূর্ব প্রান্ত থেকে কুড়িগ্রাম শহরের দিকে আসতে থাকা একটি ট্রাক পুরাতন শহরের চৌরাস্তা ধরলা সেতু রোডের তারামন বিবি মোড়ে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিক্সার ২ জন যাত্রী নিহত হন। এ অবস্থায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকে ও অটোরিক্সায় থাকা অন্তত ১৬ যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ফজলুল করিম জামিয়া ইসলামী মাদরাসার আহত ছাত্র জাহিদ, মিজানুর রহমান, আঃ আজিজ, মতিউর রহমান, মোস্তাফিজ জানান, আমরা ইজতেমার বাঁশ আনার জন্য উলিপুরে যাচ্ছিলাম, হঠাৎ বিপরীত মুখি অটোরিক্সা আসলে ,ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ট্রাকটি। নিহত ২ জনের মধ্যে জোবায়ের নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শাহীনুর রহমান সরদার জানান, আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।