অভয়নগরে লকডাউনের মাঝেই বেড়েছে ব্যক্তিগত যানবাহন ও লোক চলাচল

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃযশোরের অভয়নগরে সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনে কারনে অকারণে লোক চলাচল বেড়েছে। জনসমাগমের সাথে বেড়েছে ব্যক্তিগত যানবাহন। ঈদের পর কঠোর লকডাউনের তৃতীয় দিনে অভয়নগর উপজেলার প্রান কেন্দ্র নওয়াপাড়া বাজারে অন্য দিনের তুলনায় লোকসমাগম বেড়েছে। সরেজমিনে সকাল ১১টায় ঘুরে দেখা গেছে সকাল তুলনামূলক মহাসড়কের থেকে বাইপাস সড়ক নুরবাগ রোড,কলেজ রোড সহ অলিগলিতে মানুষের চলাচল বেশী। কারনে অকারণে মানুষের চলাচল বেড়েছে।আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফঁাকি দিয়ে মানুষ ব্যক্তিগত যানবাহন, ভ্যান -রিকশা অথবা পায়ে হেঁটে যাতায়াত করছে মানুষ। ভ্যান-রিক্সা গুলোতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মুল সড়কগুলোতে দোকানপাঠ বন্ধ থাকলেও অলি গলিতে খোলা। ঈদের ছুটিতে আটকে পড়া অনেক যাত্রী ভ্যান,সিএনজি, ইজিবাইকে ভাগ ভাগ করে যাচ্ছেন দুরের গন্তব্যে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভ্যান চালক জানান নওয়াপাড়া বাজারে এবং অলি গলিতে সকাল ১২ টা পর্যন্ত এবং রাত নয়টার পর মানুষের চলাচল বাড়তে থাকে। তখন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকে, সেই সুযোগ কে কাজে লাগিয়ে চায়ের দোকান সহ বিধিনিষেধ এর আওতাধীন দোকান গুলি চুপিসারে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ চলছে লুকোচুরি খেলা।বিজ্ঞজনেরা এই পরিস্থিতি কে ভয়াবহ আত্নঘাতী হিসাবে বর্ণনা করছেন। তারা দীর্ঘ দিন লকডাউন চলা স্বত্বেও সংক্রমণের উর্ধগতির মুল কারন জনগণের অসচেতনতা কে দায়ী করছেন। তাদের মতে এভাবে চলতে থাকলে দীর্ঘদিন লকডাউন থাকলেও করোনা সংক্রমণ কমানো সম্ভব নয়। তারা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিডিআর ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভুমিকা আশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here