লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি – নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার ছাদের পলেস্তারা ভেঙ্গে পড়েছে, এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছের রোগীরা।
সোমবার বেলা ১২টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান। পুরুষ ওয়ার্ডে এ সময় ২০ জন রোগী ভর্তি ছিলেন বলে কর্তৃপক্ষ জানায়। আল মামুন বলেন, “আমার চোখের সামনেই পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়েছে। তবে অল্পের জন্য রোগী ওতার স্বজনেরা রক্ষা পেয়েছেন।”
তিনি জানান, হাসপাতালের দ্বিতীয় তলার ছাদের অধিকাংশ স্থানে ফাটল ধরেছে। দ্রুত হাসপাতালটির ভবন সংস্কার বা পুনঃনির্মাণ প্রয়োজন। এ বিষয়ে নড়াইলের সিভিল সার্জন ডা.আসাদুজ্জামান মুন্সী বলেন, “কয়েক বছর আগে ওই ভবনটি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে সংস্কার করা হয়। তাদের কাজের মান নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতাল ভবনের মেরামত প্রয়োজন বলে জানান তিনি।