মাগুরায় ‘বিদ্যালয়ে সৃজনশীল “বাল্যবিবাহ নিরোধ ঘন্টা” শপথ বাক্য পাঠ 

0
0
জসীম উদ্দীন , জেলা প্রতিনিধি, মাগুরা :
 মাগুরায় “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো অথবা একুশ পার হয়ে” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক ডিজিটাল সিস্টেমের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধে “বাল্যবিবাহ নিরোধ ঘন্টা” শীর্ষক উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে স্কুল পর্যায়ে সমাবেশ ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
অনুষ্ঠানে অতিথিরা বাল্যবিবাহের ফলে মেয়েদের শিক্ষাজীবন, স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ও ঝুঁকি সম্পর্কে  শিক্ষার্থীদের সচেতন করেন।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি শপথ বাক্য হিসেবে “আগে শিক্ষা পরে বিয়ে, আঠারো অথবা একুশ পার হয়ে’, নিজে করবো না এবং অন্য কারো বাল্যবিবাহ হলে সকলে মিলে প্রতিরোধ করবো” স্লোগান পাঠ করান। একই সাথে তিনি বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকসহ সকলকে আন্তরিকতার সহিত এগিয়ে আসার আহবান জানান। কোথাও বাল্যবিবাহ সংঘটিত হলে ১০৯ বা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে জানানোর জন্য অনুরোধ জানান।
উল্লেখ্য যে, মাগুরা জেলা মানসম্মত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত কমিটির মাধ্যমে জেলা প্রশাসন কর্তৃক  বাস্তবায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রদত্ত ২৯টি দফার মধ্যে ২৮ নম্বর দফা (বাল্যবিবাহ নিরোধ ঘণ্টা “আগে শিক্ষা পরে বিয়ে, ১৮ কিংবা ২১ পার হয়ে”) অনুযায়ী প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে প্রতি মঙ্গলবার দৈনিক সমাবেশে বাল্যবিবাহের কুফল ও নিরোধ সম্পর্কে আলোচনার উপর গুরুত্বআরোপ করা হয়েছে। স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ অন্যান সুধীজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here