জসিম উদ্দিন, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরের দোয়ারপাড় আল আমিন এতিমখানার পিছন থেকে তীর্থ রুদ্র নামে এক এইচ এস সি পরীক্ষার্থীর গলা কাটা লাশ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
আজ সকালে উক্ত এতিমখানার পিছনে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেছে।
পরিবার সূত্রে জানা যায় নিহত তীর্থ রুদ্র তার বন্ধু আমান এর সাথে বিকাল বেলা বাহির হলে পরিবার রাত ১০টার দিকে অনেক খুঁজাখুজি করে না পেয়ে মাগুরা সদর থানায় মৌখিকভাবে অভিযোগ করে।
পুলিশের ধারনা বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়ার এক পর্যায়ে কথাকাটাকাটির জেরে বন্ধুরা মিলে গলা কেটে তাকে হত্যা করেছে। পুলিশ এখনও কাওকে গ্রেফতার করতে পারেনি এবং এ বিষয়ে এখনও থানায় মামলা হয়নি। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তদন্ত চলছে।