স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ ১৯ বছরের সম্পর্কের ইতি টেনে চলে গেলেন ফুটবল জাদুকর মেসি। আর বার্সেলোনায় ফিরছেন না লিওনেল মেসি। বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল যে খবর। খবরটি কার্যত বিনা মেঘে বজ্রপাতের মতোই। কারণ, কিছুদিন আগেই যাবতীয় জল্পনা-কল্পনা কাটিয়ে আগামী ৫ বছর বার্সাতেই মেসি থাকছেন বলেই জানানো হয়েছিল। এদিন দুই পক্ষের সেই চুক্তিতে সই করার কথা ছিলো।
চুক্তির টেবিলেই বাঁধে বিপত্তি। স্প্যানিশ লিগ তথা লা লিগার নিয়ম অনুযায়ী আর্থিক বাধ্যবাধকতায় তৈরি হয় জটিলতা। যারপরই কার্যত একশো আশি ডিগ্রি ঘুরে উল্টোপথ ধরতে বাধ্য হন সদ্য আর্জেন্তিনার জার্সিতে কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ট্রফিখরা কাটানো মেসি। বার্সেলোনার পক্ষ থেকে সরকারিভাবে দেওয়া বার্তাতে জানানো হয়েছে,
‘লিওনেল মেসি আর বার্সেলোনা ক্লাবে থাকছেন না। শেষপর্যন্ত ক্লাব ও মেসির ইচ্ছামতো চুক্তি সই না হওয়াতে দুই পক্ষই প্রবলভাবে ব্যথিত। ক্লাবের জন্য লিওনেল মেসি যা করেছে তা বার্সেলোনার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মেসির ব্যক্তিগত ও পেশাদারি ভবিষ্যত জীবনের জন্য ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা।