অভয়নগরের সেই জনপ্রিয় UNO মনদ্বীপ ঘরাইকে শরিয়তপুরে হত্যার হুমকি

0
0

শরিয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ডাকযোগে আসা দুটি চিঠিতে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন।


তিনি বলেন, ইউএনওকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ার বিষয়টি দুপুরে তাকে জানানো হয়। এরপরই জিডি করা হয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। তিনি আশা করছেন তদন্ত শেষে পুরো বিষয়টি বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, অশ্লীল মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণ করে লেখা বেনামি ওই চিঠির কারণে অনিরাপদবোধ করায় জিডি করেছেন তিনি। চিঠির ভাষা অত্যন্ত অশালীন, যা সভ্যরা উচ্চারণ করতে পারবেন না। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মনদীপ ঘরাই গত বছর ৭ই ডিসেম্বর শরীয়তপুর সদরের ইউএনও হিসেবে যোগদান করেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার সত্যতা নিশ্চিত করেন ইউএনও। তবে তিনি এর বেশি কিছু বলতে রাজি হননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here