অভয়নগর আ’লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম মোল্যার আজ ৮ম মৃত্যু বার্ষিকী

0
0

বিশেষ প্রতিনিধিঃ যশোর জেলার অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, নওয়াপাড়া পৌর-০৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বর্ষিয়ান রাজনৈতিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম মোল্যার (১৬ই এপ্রিল) ৮ম মুত্যুবার্ষিকী। এ মৃত্যু বার্ষিকীতে ছেলে মোঃ সাদ্দাম হোসেন মোল্লা তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা,,যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে,,রাজনৈতিক অঙ্গনে তার ভূমিকা ছিল অপরিসীম কিন্তু তার মৃত্যুর পর দলীয় কোন কর্মসূচি পালন করা হয় না, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের নেতা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আজ তার কথা কেউ স্বরণ করে না,, তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধার স্মৃতি আজ মুছে যাচ্ছে অভয়নগরের রাজনৈতিক অঙ্গণ থেকে।
তিনি তার পিতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন মসজিদে ও মাদ্রাসায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ সালাম মোল্যা ১৯৫০ সালের ০১ জানুয়ারি, নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি যখন ছাত্র ছিলেন সেসময় শুরু হয় একাত্তরের মহান মুক্তিযুদ্ধ।
ঐ সময় ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তিনি সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেন। এরপর সহযোদ্ধাদের নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। বিজয় লাভ না করা পর্যন্ত সহযোদ্ধাদের নিয়ে যুদ্ধ চালিয়ে যান।
পরবর্তীতে তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন তিনি নেতৃত্ব দেন। মৃত্যুর পূর্বেও তিনি পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মোল্যা ২০১৫ সালের (১৬ই এপ্রিল) তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here