মোরেলগঞ্জে ভোররাতে জমি দখলের অভিযোগ

0
0

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ভোররাতে বসতবাড়ির জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার ভোররাতে খাউলিয়া ইউনিয়নে সন্ন্যাসী গ্রামে বসতবাড়ির মধ্য হতে .৫ শতক জমি স্থানীয় অধ্যাপক দেবাশীষ কুমার মন্ডল ও তার লোকজন জোরপূর্বক ঘেরাবেড়া দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দখলে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিজয় কৃষ্ণ রায়।
বিজয় কৃষ্ণ রায় জানান, ২০১৬ সালে তার পৈত্রিক .৫ শতক জমি দেবাশীষ কুমার মন্ডলের নিকট বিক্রি করেন। টাকা না দেওয়ায় টিকিট হস্তান্তর করেননি। পরে ওই কবলা দলিলটি বাতিলের জন্য বাগেরহাট সহকারি জজ আদালতে ১৪৪/২১ নং মামলা করেন।
দেবাশীষ মন্ডল গত দুই সপ্তাহ পূর্বে ওই জমিটি প্রতিবেশী হুমায়ুন কবির বয়াতীর নিকট বিক্রি করে দেন এবং গতকাল সোমবার ভোররাতে দেবাশীষ মন্ডল ও হুমায়ুন কবির তার বসতবাড়ির .৫শতক জমি জোরপূর্বক দখলে নিয়ে মালিকানার সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। বিজয় রায়ের ছেলে মানিক রায় (২৭) ও ছোট ভাইয়ের বিধবা স্ত্রী পরশমনি রায় (৫২) বলেন, ভোর রাতে জমি দখল করে নিয়েছে প্রভাবশালীরা।
এ বিষয়ে অধ্যাপক দেবাশীষ মন্ডল বলেন, তিনি কোন জমি জবরদখলে যায়নি। তার ক্রয়কৃত দলিল মোতাবেক .৫ শতক জমি ২০১৮ সালে বুঝে নিয়ে সেখানে বালু ভরাট করেছেন। সোমবার সকালে সেখানে ঘেরাবেড়া দিয়েছেন। এখানে কোন অন্যায় করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here