মোরেলগঞ্জের এতিমখানার স্টোর রুমে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

0
0

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের সেই এতিমখানায় এবার অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানার স্টোর রুমে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ার আগেই এতিমখানার শিশুরা ও বাবুর্চী আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে কিছু কাগজপত্র ও কয়েকটি চালের বস্তা পুড়ে আংশিক ক্ষতি হয়। থানা পুলিশের দুটি পৃথক দল রাত ১১ টা ও আজ বুধবার বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় হামলা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। শিশুদের সকল কাপড়-চোপড়, লেপ, তোশক, বালিশ ও চালের বস্তা ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলে তারা। ভাংচুর করে ফ্যান ও সিসি ক্যামেরা। ঘটনার সময় আবাসিকে থাকা ১৪ জন এতিম শিশুছাত্রসহ সকলে নিকটস্থ মসজিদে থাকায় কেউ হতাহত হয়নি।

প্রসংগত, ২০২০ সালে ৬ ডিসেম্বর এই এতিমখানার নজরানা বিভাগের ছাত্র হাসিবুল ইসলাম(১০) খুন হন। সকাল ৬টার দিকে এতিমখানার বাইরে পাওয়া যায় হাসিবুলের রক্তাক্ত মরদেহ। ওই ঘটনায় মামলা চলছে। স্থানীয় অনেকে বলছেন, একটি মহল এই এতিমখানাটি উৎখাতের জন্য ২০২০ সালে শিশু হত্যা, সর্বশেষ আবাসিক কক্ষে হামলা ও স্টোর রুমে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে। নিরাপত্তা ঘাটতির সুযোগে এখানে আবরও এতিম শিশুদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। পুলিশ তদন্ত করছে। তবে, এখন পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। ঘটনার কারনও আবিষ্কার হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here