মোরেলগঞ্জে অ্যাড. মিলন এমপি কর্তৃক প্রধানমন্ত্রীর দেওয়া চেক বিতরণ

0
0

কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অসহায়,দুঃস্থ, অসচ্ছল ৪৫ জন অসুস্থ ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ২০ লক্ষাধিক টাকার চেক বিতরণ করেছেন স্থানীয় এমপি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।

শনিবার দুপুরে তার নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রীর দেয়া এ চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন। এসময় তিনি ৫০ হাজার টাকা করে ২৭ জনকে, ৪০ হাজার টাকা করে ১৫ জনকে এবং ৩ জনকে ৩০ হাজার টাকা করে মোট ৪৫ জনকে ২০ লক্ষ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন্নবী পরাগসহ দলীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here