মোরেলগঞ্জে চোরাই সন্দেহে ২২ বস্তা চাল আটক

0
0

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ফেয়ার প্রাইজের ২২ বস্তা চাল কালোবাজারে বিক্রির উদ্দেশে নেওয়া হচ্ছিল এমন সন্দেহে আটক করেছেন স্থানীয়রা। গত শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই চাল জব্দ করে ইউপি সদস্য হারুন শেখ ও চৌকিদারের হেফাজতে রেখেছেন। এদিন বিকেলে জিউধরা ইউনিয়নের ঠাকুরাইতলা গ্রামের খাল দিয়ে একটি ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এ চাল আটক করেন।

জানা গেছে, ২২ বস্তায় ১১০০ কেজি চাল রয়েছে। প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের এ চাল ৯ নম্বর ওয়ার্ডের ডিলারের ছেলে সাবেক মেম্বার মো. সোহাগ সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে ভিন্ন বস্তায় ঢুকিয়ে কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা তা আটক করে নির্বাহী কর্মকর্তাকে জানান।

সাবেক মেম্বার সোহাগ এ বিষয়ে বলেন, ট্রলারে সাড়ে ২৭ বস্তায় ১৩৭৫ কেজি চাল ছিল। এগুলো তার খোরাকির চাল। টাকার প্রয়োজনে বিক্রি করতে বাজারে পাঠাচ্ছিেিলন। এ সময় তার শত্রæপক্ষের লোকেরা তা আটক করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, জব্দকৃত ২২ বস্তা চালের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। যদি এ চাল ১৫ টাকা কেজি দরের হয়ে থাকে তাহলে দ্রæত আইনগত ব্যাস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here