মোরেলগঞ্জে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

0
2

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে এক ভয়াবহে এক অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৪ টার দিকে উপজেলার পুটিখালী উউনিয়নে পুটিখালী গ্রামে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়ে ৩টি পরিবারই পথে বসার উপক্রম হয়েছে।

শুক্রবার দিনগত রাত ৪ টার দিকে ওই গ্রামের মো. মিজানুর রহমান হাওলাদার, মো. শহিদুল ইসলাম হাওলাদার ও মো. অজিয়ার রহমান হাওলাদারের বসতঘরে আগুন লেগে ৩টি ঘরই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কোন হতাহতের ঘটনা না ঘটলেও তাদের ঘরে থাকা নগদ ১২ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ ৮০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভূক্তভূগী পরিবারের লোকজন।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ জানান, রাতের আধারে আগুন লেগে ৩ টি ঘরেই পুড়ে ছাই হয়ে গেছে। এসময় মানুষ গভীর ঘুমে থাকায় পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভভ হয়নি। এছাড়া ফায়ার সার্ভিসকেও সংবাদ দেয়া যায়নি।
ইউপি সদস্য মো. মাসুদ আলম বলেন, তিনি সকালে ঘটনাস্থলে গিয়ে ঘরগুলোকে ছাই আকারে দেখতে পান। তাদের সবকিছুই পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, বিদ্যুৎ লাইনে সর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্র পাত ঘটার সম্ভাবনা রয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম.তারেক সুলতান বলেন, আগুন লাগার সংবাদ শুনেছি। সেখানে ৩ টি ঘর সম্পূর্ণ পুরে গেছে। তাদেরকে সহযোগিতার জন্য জেলা প্রশাসক কার্যালয় তথ্য প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here