বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পরিচয় পত্র(এনআইডি) জালিয়াতির দায়ে মো. মুসা জমাদ্দার(২৫) নামে এক যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। কম্পিউটারে দুটি এনআইড তৈরী করার বিষয়টি প্রমানিত হওয়ায় এবং ঘটনা স্বীকার করায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ দন্ডাদেশ দিয়ে মুসাকে পুলিশের মাধ্যমে আজ বুধবার বেলা ১১টার দিকে বাগেরহাট জেল হাজতে পাঠান। সে বুরুজবাড়িয়া গ্রামের জলিল জমাদ্দারের ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ বিষয়ে বলেন, চিংড়াখালী গ্রামের রমজান মুন্সি নামে এব যুবক দাপ্তরিক প্রয়োজনে নির্বাচন অফিসে তার এনআইডি ও পিতা, মাতার এনআইডি কার্ড জমাদেন। কার্ডগুলো চেক করে দেখা যায়, রমজান মুন্সির মা ও বাবার কার্ড জালিয়াতির আশ্রয়ে তৈরী করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে জড়িয়ে পড়েন পোলেরহাট বাজারের কম্পিউটার দোকানী মুসা জমাদ্দার। জিজ্ঞাসাবাদে তিনি কার্ড তৈরীর বিষয়টি স্বীকার করেন।