আইয়ুব বাচ্চুর এলআরবি‘তে প্রধান ভোগালিষ্ট হিসাবে যোগ দিলেন বালাম।

0
5
সমাজের কন্ঠ ডেস্ক – আজ জনপ্রিয় রক ব্যান্ড ‘লাভ রান্স ব্লাইন্ড’ (এলআরবি) এর ২৮তম জন্মবার্ষিকী। গত ১৮ই অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে  ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু পরলোকগমন করেন। তার মৃত্যুর পরও ব্যান্ডের অন্যান্য সদস্যরা বাঁচিয়ে রাখতে চেয়েছেন ব্যান্ডটিকে। কিছুদিন আইয়ুব বাচ্চুর ছেলে তাজোয়ার কে দেখা গেছে ভোকাল হিসেবে।

আজ ৫ই এপ্রিল রোজ শুক্রবার এলআরবি‘র ২৮তম জন্মবার্ষিকীতে আইয়ুব বাচ্চু নেই। এই দিনটিতে এলআরবির সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বালাম। এখন থেকে এলআরবির প্রধান ভোকাল তিনি। রাজধানীর ক্যাফে থার্টি থ্রি রেস্টুরেন্টে এলআরবির জন্মদিনের অনুষ্ঠান থেকেই ঘোষণা করা হয়, এখন থেকে এই ব্যান্ডের ভোকাল বালাম।এই অনুষ্ঠানের উপস্থিত ছিল ব্যান্ডটির সদস্যরা। আরও উপস্থিত ছিলেন ফুয়াদ নাসের বাবু, এলিটা করিম প্রমুখ। ভোকাল হিসেবে বালামের নাম ঘোষণা করার পর। এলআরবির জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

বালাম বলেন, ‘এলআরবি একটা বড় নাম। সবাই মনে রাখবে এই ব্যান্ডটিকে। আমাদের লিজেন্ড বাচ্চু ভাই। আপনাদের কাছে অনুরোধ, কেউ আমাকে বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট ভাববেন না। বাচ্চু ভাইয়ের রিপ্লেসমেন্ট সম্ভব না। আমি বালাম কোনো দিনও বাচ্চু ভাইয়ের মতো হতে পারব না। আমি চেষ্টা করবো এলআরবিকে সাপোর্ট দিনে। আপনাদের ভালোবাসা চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here