কলি আক্তার, মোরেলগঞ্জ(বাগরহাট)প্রতিনিধি:
সাগরে মাছ শিকার করতে গিয়ে ট্রলার থেকে পড়ে
নিখোঁজ হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের মিরাজ(২৬) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সাগর উপকুল কালামিয়া চর এলাকায়।
ঘটনার সময় মিরাজ জাল ফেলা শেষে নোঙ্গর ফেলতে গিয়ে পায়ে রশি জড়িয়ে ট্রলার থেকে সাগরে পড়ে যায় বলে বিষয়টি নিশ্চিত করেছে নিখোঁজ মিরাজের পারিবার।
জানাগেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর বারইখালী(জালিয়াঘাট) গ্রামের মো. নাসির হাওলাদরের ছেলে
মো. মিরাজ হাওলাদার (২৬) গত ৭/৮ দিন পূর্বে বড় ভাই পলাশের সাথে বাড়ি থেকে নিজেদের ট্রলারে সাগরে মাছ শিকারে যায়। সেখানে বৃহস্পতিবার দুপুরের দিকে সাগরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। গতকাল বৃহস্পতিবার সারাদিন ওই এলাকায় অবস্থানরত ট্রলারে থাকা জেলেরা নিখোঁজ মিরাজের সন্ধানের চেষ্টা চালালেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।
তবে আজ শুক্রবার জেলেদের পাশাপাশি কোষ্টগার্ডের ডুবুরি দল নিখোঁজ মিরাজের সন্ধান চালিয়ে যাচ্ছে বলে তার বাবা মো. নাছির হাওলাদার জানান।