মোরেলগঞ্জে বসতবাড়ি ভেঙ্গে মালিককে দখল বুঝিয়ে দিলো আদালত

0
0
কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)  প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ির সকল স্থাপনা ভেঙ্গে রায়প্রাপ্ত ব্যাক্তিকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন আদালত কর্তৃপক্ষ। বিজ্ঞ জেলা দায়রা জজ আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার গুলিশাখালী গ্রামে .৩১ শতক জমির একটি বসতবাড়ির বাসিন্দা স্থানীয় সাবেক মেম্বর ফরিদ হাওলাদারকে উচ্ছেদ করে মামলার রায়ের অনুকুলে অধ্যক্ষ মাওলানা আব্দুল বারীকে দখল বুঝিয়ে দেন।

আদলতের নির্দেশে ওই বাড়িটি থেকে একটি আধাপাকা বসতঘরসহ সকল স্থাপনা তুলে ফেলা হয়। এ বিষয়ে উচ্ছেদ ও জারী মামলার রায় পাওয়া মাওলানা বারী বলেন, ২০০৯ সালে ফরিদ মেম্বার পেশী শক্তির বলে তার জমি দখল করে বসবাস শুরু করে। বিষয়টি নিয়ে মামলা করলে বিজ্ঞা দায়রা জজ আদালত অবৈধ দখলদারকেকে উচ্ছেদ করে তাকে দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।

অপরদিকে সাবেক মেম্বর ফরিদ বলেন, আদালতে মামলা বা উচ্ছেদের আদেশের বিষয়ে তার কিছুই জানা নেই। আকস্মিভাবে আদালতের লোকজন পুলিশের সহযোগীতায় লাল নিশান পুতে দিয়ে উচ্ছেদ আদেশ জারি করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here