ব্যবসায়ীদের কষ্টার্জিত অর্থ যেনো চাঁদাবাজরা নিতে না পারে এজন্য দরকার একতা-এমপি আফিল উদ্দিন

0
0

নাজিমউদ্দীন (জনি)  : ৮৫ যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন একজন ব্যবসায়ী অনেক কষ্ট করে পুজি বিনিয়োগ ও মেধা ঘাটিয়ে হাটি হাটি পা করে তার নিজের ভাগ্য উন্নয়নের চেষ্টা করেন। যিনি সততা ও দক্ষতার সহিত ব্যবসা পরিচালনা করেন, তিনি একদিন দেশের সফল ব্যবসায়ীতে রুপান্তরিত হউন। যার জলন্ত উদাহরণ মরহুম আকিজ উদ্দিন। তিনি তার ব্যবসায়ীক জীবনে অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে ব্যবসায় সফলতা অর্জণ করেছিলেন। আজ তাঁর নামডাক দেশ থেকে দেশান্তরে। তিনি তাঁর সততা আর ব্যবসায়ের প্রতি মমতা দেখিয়ে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে গড়ে তুলেছিলেন আকিজ গ্রুফ অব ইন্ডাস্ট্রিজ। সোমবার বিকেলে বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত পূর্ণাঙ্গ কমিটি গঠণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিশাল এক ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, আমি একজন ব্যবসায়ী বলেই ব্যবসায়ীদের কষ্টের কথা বুঝি। বাবা শেখ আকিজ উদ্দিনের কাছ থেকে শিখেছি একজন সফল ব্যবসায়ীর আত্মজিবনী। কতো কষ্ট করে একজন ব্যবসায়ী পুজি বিনিয়োগ করে লোকবল খাটিয়ে নিজের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে সচেষ্ট থাকেন। তাই সেই ব্যবসায়ীদের কষ্টার্জিত অর্থ যাতে কেউ চাঁদাবাজি করে নিতে না পারে বা তাকে কেউ অন্যায়ভাবে আঘাত করতে না পারে এজন্য দরকার একতা।

এসময় তিনি বেনাপোল বাজার ব্যবসায়ীর সফল ব্যবসায়ী আলহাজ¦ আজিজুর রহমান আজু হাজীকে সভাপতি ও বেনাপোল ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও বাজার ব্যবসায়ী আলহাজ¦ বজলুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা দেন।

বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্যরা হলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বেনাপোল বাজার ব্যবসায়ী মিজানুর রহমান, তাহাজ্জেল হোসেন ভোলা, মন্টু ডাক্তার, রেজাউল করিম রেজা, সাইদুর রহমান, বিপ্লব হোসেন, আহাদ আলী প্রমুখ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসাসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ¦ সামছুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ জুলফিকার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও যশোার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ আলহাজ¦ ওয়াহিজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্য(ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, (তদন্ত) আলমগীর হোসেন, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলোক, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, পুটখালী ইউপি চেয়ারম্যান হাদিউজ্জামান, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী, শার্শা উপজেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ঘেনা, প্রচার সম্পাদক আকবার আলী, যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল, জসিম উদ্দিন, বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তাহাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শহীদ, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সহ সভাপতি আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেলসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here