অভয়নগরে “নাপা এক্সটেন্ড ” ওষুধের সংকট। বিক্রি হচ্ছে অধিক মুল্যে

0
1

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ অভয় নগরের শিল্প শহর নওয়াপাড়ায় বিভিন্ন ফার্মেসী তে জর,মাথাব্যাথার ওষুধ নাপা এক্সটেন্ড ( Napa extend) প্যারাসিটামল গ্রপের ওষুধের সংকট দেখা গেছে। সম্প্রতি অভয়নগর উপজেলায় মানুষের মাঝে জর,সর্দি, কাশি মাথাব্যথা র প্রকোপ বৃদ্ধি পাওয়ায় “নাপা এক্সটেন্ড ” প্যরাসিটামল ওষুধের চাহিদা বৃদ্ধি পায়। ফলে বেক্সিমকো ফার্মা র এই ওষুধের চাহিদা অধিক হারে বেড়ে গেছে। আজ ৩রা জুন সরেজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে নওয়াপাড়া বাজারে চিকিৎসা পত্র হাতে নিয়ে বিভিন্ন ফার্মেসী তে ঘুরতে। চিকিৎসকদের পরামর্শ অথবা নিজ উদ্দোগে অনেকে নাপা এক্সটেন্ড ওষুধ ক্রয় করছে । কিন্তু ফার্মেসী গুলোতে বিক্রেতারা নাপা এক্সটেন্ড সংকটের কথা বলে অন্য কোম্পানির ওষুধ নিতে পরামর্শ দিচ্ছেন। তাদের পরামর্শ অনুযায়ী কেউ কেউ নিরুপায় হয়ে অন্য কোম্পানির ওষুধ নিচ্ছেন। কেউ কেউ ঘুরে বেড়িয়েছি অন্যান্য ফার্মেসী তে। কোনো কোনো ফার্মেসী তে ওষুধ টির খোজ মিললেও অধিক মুল্য হাকিয়ে বসছেন। সংকোটের এই মুহুর্তে ক্রেতারা অধিক মুল্যে ক্রয় করতে বাধ্য হচ্ছেন।সাধারণত নাপা এক্সটেন্ড এক পাতা (১০ টি) র খুচরা মুল্য ১৫ টাকা হলেও সংকটের সুযোগ কাজে লাগিয়ে এখন সেটি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। করোনা সংকটের এই মুহুর্তে মানুষের আয় কমে যাওয়ার খেটে খাওয়া সাধারণ মানুষ যখন নিত্য দিনের ব্যায়ভার মিটিয়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছে সেই মুহুর্তে জীবন রক্ষাকারী ওষুধের এই মুল্য বৃদ্ধি তে অসহায় হয়ে পড়েছে। সাধারণ ক্রেতা ও বিজ্ঞজনেরা এ বিষয়ে ওষুধ প্রাশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here