উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নলদী ইউনিয়নে চরবালিদিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে ২০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায় যে, মৃত মুন্সি শামসুর রহমানের ছেলে মোঃ ইমরুলমুন্সি(৩৫) নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চরবালিদিয়া মৌজার নিজ গ্রামে ৩ একর জমিতে ৩ টি মাছের ঘের করে প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয় করে। এবং ৭ লক্ষ টাকার রুই, কাতলা, সিলভার কাপ, গ্লাস কাপ, পোনাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছাড়েন।
পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আকমল মুন্সিসহ তার (৬৫) ছেলে আকিদুল মুন্সি (৩২), মো ইকলিম রেজা( ৪৫),মো জামাল হোসেম উভয় পিং নবির হোসেন, মো মিন্টু( ৩২)মোল্লা পিং মোকতার হোসেন, শিমুল হোসেন(৩৫)পিং মুরাদ হোসেন পাখি, কুবাদ হোসেন( ৪০)পিং মোতিয়ার, মো মুরাদ হোসেন পাখি (৬৫)পিং মৃত রফি উদ্দিন। এদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল তারই সূত্র ধরে দিবাগত আনুমানিক রাত ১০ টার সময় আমার ৩টি ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লক্ষাধিক টাকার মাছ নিধন করে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন , অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে । তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।