নড়াইল জেলা প্রতিনিধি■ নড়াইল সদরের মাইজপাড়ায় বাজারে ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মাইজপাড়া বাজার এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের আয়োজনে মাইজপাড়ায় বাজারে মোল্যা মার্কেটে এ ব্যাংকের উদ্বোধন করেন অতিথি ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা খায়ের। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা বিভাগের জোনাল হেড আব্দুর রশীদ, ব্যাংকের কর্মকর্তা আলী নাহিদ খান, মোঃ ফরিদুর রহমান জালাল, মোঃ জাহিদুল আলম, মোঃ মোস্তফা, নড়াইল শাখার ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাজাহান আলী, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, মাইজপাড়া এজেন্ট ব্যাংকিংএর এজেন্ট শেখ মোঃ রবিউল ইসলাম, মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যৗার মোঃ জিল্লুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যাবসায়িসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।