নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান উৎসব শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ

0
1

নড়াইল প্রতিনিধি: নড়াইলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) থেকে দু’দিনব্যাপি বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান উৎসব। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গন, শিশুস্বর্গ এবং জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে দু’নিব্যাপি এ উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে, শিশু ও কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ, শিশু কর্মশালা, বিশেষ চাহিদা সম্পন্ন চিত্রশিল্পী মোঃ সাকি ও জেলা শিল্পকলা একাডেমীর গুণীজন সম্মাননা প্রাপ্ত ৫ চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন, বাউল গানের আসর, স্থানীয় কবিদের অংশগ্রহণে কবিতা পাঠের আসর, শিল্পী শাওন আকন্দ কর্তৃক শিল্পী এস এম সুলতানের ওপর তথ্যচিত্র ‘আদম সুরত’ প্রদর্শনী, স্থানীয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, অ্যাক্রোবেটিক প্রদর্শনী এবং আলোচনা সভা। সকাল ৮টায় এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালায় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসব শুরু হবে। এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা প্রশাসক। পরে সকাল ৯টা মিনিটে শিশুদের নিয়ে চিত্রা নদীতে নৌকা ভ্রমণ করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রিয়াকত আলী লাকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here