মোঃ শাহীনুজ্জামান লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনাঘাট এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমেন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমেনের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার তারাইল গ্রামে। এ সড়ক দুর্ঘটনায় নড়াইল সদরের আশরাফুল (৪৮), যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের মেহেদী (৩০) ও ভিটাবল্যা এলাকার মুজিবর (৩২) গুরুতর আহত হয়েছে। আহতদের প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়। এদের মধ্যে রুমেন, মেহেদী ও মুজিবরকে আশংকাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুমেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত মেহেদী ও মুজিবরকে যশোর থেকে খুলনায় পাঠানো হয়েছে ।