নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়ের ১০০(একশত) বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় চত্তর হতে এক বর্ণাঢ়্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জমসেদ আলী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্রিয়াজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলম, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান মনোয়র হোসনে মনি, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, গোপালপুর পৌর সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা শিক্ষার্থীগণ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।