শার্শা প্রতিনিধিঃ সারাদেশে জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে শার্শায় মোটরসাইকেল র্যালী ও শান্তি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ই ফেব্রুয়ারী)বিকালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসানের নেতৃত্বে কয়েক শত মোটরসাইকেল নিয়ে এ র্যালী ও শান্তি পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় মোটরসাইকেল র্যালীটি শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার প্রদক্ষিণ শেষে শার্শায় এসে শেষ হয়।
এ সময় পথসভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান বলেন, শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দেশপ্রেম বাংলাদেশকে মর্যাদাশীল ও উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার মিশন এখন স্মার্ট বাংলাদেশ। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আওয়ামী লীগকে নির্বাচিত করতে যুবলীগের নেতাকর্মীরা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে।
এসময় তিনি আরও বলেন, বিএনপি জামায়াত যেনো পূর্বের মতো আগুন সন্ত্রাস করতে না পারে। সকল ভেদাভেদ ভূলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও মিছিল সফল করতে হবে এবং শার্শার প্রতিটি ঘরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র পৌছে দিতে হবে।
মোটরসাইকেল র্যালী ও শান্তি পথসভায় নাজমুল হাসানের সফর সঙ্গী হিসেবে ছিলেন,যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল,শার্শা উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাইদুজ্জামান বিটন, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া,শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ, সাবেক মেম্বর মহিউদ্দিন আলম তোতা, যুবলীগ নেতা
শফিক মাহমুদ ধাবক, বাংলাদেশ মানবাধিকার কমিশন শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম সবুজ,শামিনুর রহমান, আওয়ামী লীগ নেতা আয়নাল হক, সেচ্ছাসেবকলীগ নেতা, মফিজুর রহমান, ওর্য়াড যুবলীগ নেতাআব্দুল জব্বার,রেজাউল ইসলাম, কমিরুজ্জামান কবির, আলী কদর, বাবলুর রহমান, রাসেল হাসান বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা তুবিবর রহমান, আবুল কালাম,বাগআঁচড়া মৎস্য জীবী লীগ নেতা তরিকুল ইসলাম, আব্দুল মান্নান, ব ছাত্রলীগ নেতা ডিকুল সহ শার্শা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।