ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরে আনতে ছাত্রীদের ফুটবল খেলা অনুষ্ঠিত

0
5
সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় ঝরে পড়া মেয়ে শিশুদের স্কুলে ফিরে আনতে স্কুল ছাত্রীদের ফুটবল খেলা ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১লা মার্চ)বিকেলে পল্লীশ্রীর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সুন্দর খাতা স্কুল এন্ড কলেজ মাঠে ডিমলা উচ্চ বিদ্যালয় বনাম সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের ছাত্রীদের এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়,নারী ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা।খেলায় সুন্দর খাতা স্কুল এন্ড কলেজকে এক গোলে পরাজিত করে বিজয়ী হন ডিমলা উচ্চ বিদ্যালয়।
খেলাটি পরিচালনা করেন নীলফামারী রেফারি অ্যাসোসিয়েশনের আফিজার রহমান ও ধারা ভাস্বকার হিসেবে দায়িত্ব পালন করেন সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রিন্স।
সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে অনেকের মধ্যে এ সময় আরও উপস্থিত ছিলেন,ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফর রহমান,সুন্দর খাতা স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব ইব্রাহিম হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি-অমিও ব্যানার্জি,ডিমলা আরবিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুল হক,পল্লীশ্রীর সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ প্রমূখ।খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি দু-দলের সকল খেলোয়াড়দের শান্তনা পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here