নড়াইলে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস পালন

0
0

নড়াইল  প্রতিনিধি নড়াইলে নানা আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হচ্ছে। আজ সোমবার দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে স্মৃতিসৌধ, গণকবর, বঙ্গবন্ধুর ম্যুরাল ও বধ্য ভ’মিতে পুষ্পমাল্য অর্পণ, গণকবর জিয়ারত ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়। , সকালে স্মৃতিস্তম্ভে, গণকবর, বঙ্গবন্ধুর ম্যুরাল ও বধ্য ভূমিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বার, জেলা আওয়মী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, প্রীতি ভলিবল ও ফুটবল ম্যাচ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীসহ বিভিন্ন কর্মসূচী। অপরদিকে নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের সকল কমকর্তা পৌরসভা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্কুল কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্র ছাত্রী, এন,জি,ও,এবং সামাজিক সংগঠনের লোকজন কালিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদ মুক্তিযুদ্ধাদের শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, কালিয়া সাকেল অফিসার রিপন চন্দ্র সরকার নির্বাচন অফিসার জসিম উদ্দিন, কালিয়া থানার ও,সি রফিকুল ইসলাম ও ইকরাম হোসেন ( তদন্ত)প্রধান শিক্ষক,বি, এম, শুকুর আলী, বীর মুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, মাকলুকার চৌধুরী। আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম শাহী,শেখ সৈয়দ ওহিদুজ্জান হিরা,রাকিব হোসেন, আশিষ ভট্টাচার্য্য আশোক কুমার ঘোষ,রবিউল ইসলাম নেওয়াজ বিশ্বাস। বি,এন,পি,নেতা আনোয়ার সরকার ওহিদুজ্জামান মিলু,স,ম,রাব্বি কামাল,শেখ সেলিম মনিরুজ্জামান মনা শেখ শিহাব হোসেন, সেলিম রেজা ইউসুফ গোলাম কিবরিয়া মিঠু, মিলন চৌধুরী, মোল্লা কারুজ্জান,আমিনুর মোল্লা, জাসদ নেতা মজিবর রহমান !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here