ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতবাড়িতে আগুন

0
0

রাশিদুজ্জামান সরদার,ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে বসতঘরসহ দুটি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে।এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে আজ ১৩ই এপ্রিল বৃহস্পতিবার দূপুরে উপজেলার নোয়াকাটি গ্রামের বাসিন্দা মোঃ হক এর বাড়িতে। খবর পেয়ে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি তাৎক্ষনিক ভাবে ঘটনাস্হল পরিদর্শন করেন।

ভূক্তভোগী পরিবার ও সংশ্লিষ্ট জানা গেছে উপজেলার নোয়াকাটি গ্রামের জনৈক আব্দুল হকের বসত বাড়ির পাশ দিয়ে টানানো বৈদ্যুতিক লাইনে আকষ্মিক ভাবে শর্ট সার্কিট হয়ে তার গোলপাতা ও টিনের ছাউনির বসত ঘর এবং রান্না ঘরে আগুন ধরে যায়। স্হানীয় লোকজন ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টীম কে খবর দিলে তারা ঘটনাস্হে পৌঁছানোর আগেই ঘর দুটি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে ঘরে থাকা প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর শুনে সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ঘটনাস্হল পরিদর্শনে যান। তিনি ক্ষতিগ্রস্হ পরিবারটিকে আর্থিকসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ঘটনাটি খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক উল্লেখ করে তিনি সকলকে বিদ্যুৎ লাইনের বিষয়ে সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here