অভয়নগরে কালেবৈশাখীর আঘাত। ব্যাপক ক্ষয়ক্ষতি

0
13

সমাজের কন্ঠ ডেস্ক – এপ্রিলের প্রথমেই গত ৬ই এপ্রিল কালবৈশাখী আঘাত হেনেছে। দমকা বাতাশের সাথে বিদ্যুৎ চমক ও ভারী বৃষ্টি সেই সাথে নিয়মানুযায়ী ওই সময়ে বিদ্যুৎ সংযে জনমনে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি করে। গত ৬ই এপ্রিল রাত অনুমান ৮টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও মুহুর্মুহু বিদ্যুৎ চমকে পরিবেশ ভয়ঙ্কর করে তোলে। এই কালবৈশাখীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নুতন ফল ধরা বিভিন্ন ফসলের এবং আম ও লিচু সহ নতুন ফল ধরা ফলজ গাছের। বিভিন্ন এলাকার কাচাঘর ও আধাপাকা ঘরেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন ইট ভাটায় কেটে রাখা কাচা ইট পানিতে নষ্ট হয়ে সকল ইট ভাটারও ব্যাপক হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here