মিষ্টি আঙ্গুর চাষে সফল শার্শার কৃষক মহাসিন আলী

0
0

নূরে হাবিব,শার্শা প্রতিনিধিঃপ্রথম ববারের মত বানিজ্যিক ভাবে মিষ্টি আঙ্গুর চাষে সফলতা অর্জন করেছে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের কৃষক মহাসিন আলী।

৭ই অক্টবর শুক্রুবার বিকালে সরজমিনে মহাসিনের আঙ্গুর বাগান পরিদর্শন করলে দেখা যায় বাগানে থোকায় থোকায় সুমিষ্ট আঙ্গুর ঝুলছে,যা দেখলে মুহুত্বেই চোখ জুড়াবে যে কারর।

কৃষক মহাসসিন আলী বলেন আমি প্রথমে ইউটিউবে বাংলাদেশে আঙ্গুর চাষের ভিডিও দেখে উদবুদ্ধ হয়ে আঙ্গুর চাষের সিদ্ধান্ত নেই।যেই কথা সেই কাজ,ফলস্বরুপ শুরুতে ঝিনাইদা উপজেলার রসিদের বাগান হতে ৫০০টাকা পিচ দরে ৩৬ টি আঙ্গুরের চারা কিনে আনি এবং আমার কুল বাগানের পাশে তের শতক জমিতে পরিক্ষামূলক চাষ করি,তাতেই বাজিমাত ৭ মাসের মধ্যে ফুল থেকে ফলে পরিনিত হয়।এখন আরো ৩৩ শতক জমিতে আঙ্গুরের চারা রোপন করেছি।তিনি আরও বলেন আমার বাগানে আঙ্গুর দেখে অনেকেই আঙ্গুর চাষে আগ্রহী।তাই চাষের পাশাপাসি আঙ্গুরের চারা উৎপাদর শুরু করেছি।ইতি মধ্যে
অনেকেই আমার কাছ থেকে কিনেছে অর্ডারও করেছে।

শার্শা কৃষি অফিসার প্রতাপ মণ্ডলের সাথে কথা বল্লে তিনি বলেন দেশের আবাহওয়া ভালো হওয়ায় বিদেশী ফল ও ফুল চাষে ঝুকছে কৃষকরা।পিছিয়ে নেই শার্শার কৃষকরাও,মহাসিন একা নয় শার্শার বিভিন্ন প্রান্তে এখন বিদেশী ফলের উৎপাদন হচ্ছে।তবে আঙ্গুর চাষ এই প্রথম।আমারা সবসময় কৃষকের পরামর্শ ও সার্বিক সহযোগিতা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here