৩ ম্যাচ সাসপেন্ড থেকে ফিরে এসে এবার দর্শককে ধাক্কা মেরে ৮ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন নেইমার?

0
0

সমাজের কন্ঠ ডেস্ক – ৩ ম্যাচ সাসপেন্ড থেকে ফিরে এসে এবার দর্শককে ধাক্কা মেরে ৮ ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন নেইমার? চ্যাম্পিয়নস লিগে মাঠের বাইরে বসে রেফারিকে অপমানের দায়ে তিন ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এবার দর্শককে ধাক্কা মেরে আরও বড় নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন নেইমার। ধারণা করা হচ্ছে, লিগ কাপের ফাইনালের ওই ঘটনায় আট ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।

ফ্রেঞ্চ কাপের ফাইনালে হারের পর মেজাজটা এমনিও ভালো ছিল না তার। মেডেল নিতে যাওয়ার সময় এক দর্শকের কথায় রেগে গিয়ে তাকে ধাক্কাই মেরেছিলেন নেইমার। নেইমারের এই কান্ডে তাকে কম সমালোচনা শুনতে হয়নি। এই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারে ফ্রেঞ্চ লিগের কমিটি। শাস্তি হিসেবে আট লিগ ম্যাচে নিষেধাজ্ঞাও পেতে পারেন তিনি।

পিএসজি কোচ টমাস টুখেলও বলছেন, নেইমারের ওই কাজটা করা একদমই উচিত হয়নি, ‘নেইমার যা করেছে, সেটা আমার একদমই পছন্দ হয়নি। আপনি এটা কিছুতেই করতে পারেন না! আমি ঘটনাটা পুরোপুরি দেখিনি। তবে সবাই যেভাবে বলছে, তাতে আমি খুবই অবাক হয়েছি। হারের পর মেডেল নিতে যাওয়াটা খুব কঠিন কাজ। সবার জন্যই এটা কঠিন ছিল। কিন্তু হারলেও আপনাকে মাথা ঠাণ্ডা রাখতে হবে, সবার প্রতি সম্মানও দেখাতে হবে। রেগে গিয়ে একজন দর্শকের সাথে এমন আচরণ করতে পারেন না আপনি।’

নেইমারের গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। পরে অবশ্য ম্যাচে ফেরে রেনে, ট্রাইবেকারে তাঁরা হারায় পিএসজকে। নেইমার বলছেন, ফ্রেঞ্চ কাপের হারটা তাকে ভীষণ কষ্ট দিয়েছে, ‘কেউ হারতে পছন্দ করে না। সবাই জানে আমি সবসময় জয়ের জন্য মুখিয়ে থাকি। এরকম হার আমাকে নাড়িয়ে দিয়েছে। তবে হার-জিত জীবনের অংশ। এটা আমাদের আরও বেশি করে ভাবতে শেখায়। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পেরে আমি খুশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here