ডেস্ক নিউজঃ লকডাউনে নিয়ন্ত্রক সংস্থার নিষেধ সত্বেও ঋণের কিস্তি আদায় করছে কিছু এনজিও। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা নিষেধ সত্বেও ঋণের কিস্তি আদায় করছে কিছু এনজিও। লকডাউনে কিস্তি নেয়া যাবে না এমন নির্দেশনা থাকার পরও গ্রাহককে বাধ্য করছে টাকা দিতে। সারা দেশে বিশেষ করে গ্রাম পযার্য়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অর্থরিটি এমআরএ’র নিবন্ধিত এনজিওগুলোর কেউ কেউ এই অনিয়ম করছে বলে অভিযোগ গ্রাহকদের। এমআরএ নির্বাহী ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ বলেছেন, পরবর্তী নির্দেশনার আগে যদি কোন এনজিও কিস্তি আদায় করে তবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।