সমাজের কন্ঠ ডেস্ক – পার্লামেন্ট ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন চিপ হুইপ নুরে আলম চৌধুরী। তিনি জাতীয় সংসদের চিফ হুইপ এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আজ ৪টা এপ্রিল রোজ বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম পার্লামেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ৩রা এপ্রিল বুধবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আগামী ৫ বছর দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব শহীদুজ্জামান সরকার।