সমাজের কণ্ঠ ডেস্ক – ২২ জুলাই, ২০১৯ :
: প্রিয়া সাহার বেসকারি উন্নয়ন সংস্থা (শারি) এর অর্থায়নে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার বিষয়ক সংগঠন সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা-(সুনাম) এর কমিটি থেকে পদত্যাগ করেছে সকল সদস্যরা।রোববার দুপুরে সদর উপজেলা কমিটির সদস্যরা পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একযোগে পদত্যাগের ঘোষনা দেন
সংবাদ সম্মেলনে পিরোজপুর সদর উপজেলা সুনাম কমিটির সভাপতি মো: হাসিবুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি সম্প্রদায়িক সম্প্রতির দেশ। বাংলাদেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহবস্থানের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা বিশের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত।
তিনি বলেন, প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বিশ^ দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছে। এ বিষয়টি দেশদ্রোহীতার সামিল বলে আমরা মনে করছি । তার বক্তব্য অসৎ উদ্দেশ্য প্রনোদিত এবং সাম্প্রদায়িক উষ্কানিমূলক।
এ কারণে, প্রিয়া সাহা ওরফে প্রিয়া বালা বিশ্বাসের বেসরকারি উন্নয়ন সংস্থা-(শারি)’র পরিচালিত সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা, এর পিরোজপুর সদর উপজেলা কমিটি থেকে আমরা ২৫ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করছি। এ সময় প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবি জানানো হয়।
এর আগে শনিবার বিকেলে সুনাম জেলা কমিটি থেকেও একই কারণে জেলা কমিটির সদস্য ,খালিদ আবু, পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, দিপঙ্কর মাতা মিন্টু ও সিকদার চান পদত্যাগ করেন।