ডা. শাহরিয়ার আহমেদঃ অবশেষে ট্রেনের ছাদে যাত্রী নেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট। কোনো যাত্রী ট্রেনের ছাদে ভ্রমন করলে দায়িত্বরত রেলের কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে।
আজ বৃহস্পতিবার (২১শে জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা করেন।
আদালত জানায়, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। ট্রেনের ছাদে যাত্রী পরিবহন ও টিকিটের কালোবাজারি বন্ধে কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিয়েছে, তা ৩১শে জুলাইয়ের মধ্যে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে আদালত ওই দিন পরবর্তী আদেশ দেবেন।