মোঃ আজিজুল হক নাজমুল (কুড়িগ্রাম) – কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘুর্ণিঝড় “ফণী ” মোকাবেলায় দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে আজ ৪ঠা এপ্রিল শনিবার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়াম্যান গোলাম রববানী সরকারের সভাপতিত্বে ঘুর্ণিঝড় “ফণী ” মোকাবেলা দুযোগ ব্যবস্থাপনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্হিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আরেফিন, উপজেলা বাস্তবায়ন কর্মকতা সবুজ কুমার গুপ্ত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা: আনিচুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ইয়াকুব আলী সরকার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম( রিজু), সংসদ সদস্যের প্রতিনিধি আজিজার রহমান (মাস্টার) বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবর রহমান, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মাহাবুব হোসেন সরকার (লিটু), উপজেলা প্রেসক্লাব এর সাধারন সম্পাদক জাকারিয়া মিঞা, উপজেলা প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক রতি কান্ত রায় প্রমূখ।