ফুলবাড়ী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য আটক

0
10

মোঃ আজিজুল হক নাজমুল (কুড়িগ্রাম) – ০৬.০৫.১৯ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় বেনারশী,লেহেঙ্গা শাড়ি এবং শেরওয়ানী পাঞ্জাবীসহ একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সুত্রে জানাগেছে, সোমবার সকাল সাড়ে সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডা সুবেদার জয়েন উদ্দিনের নের্তৃত্বে বিজিবির সদস্যরা আন্তর্জাতিক মেইন সীমানা পিলার ৯২৮ এর সাব পিলার ৩ এস এর পাশ থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুলাঘাট এলাকা থেকে পিক্যাপটি আটক করে। এ সময় অবস্থার বেগতিক দেখে পিক্যাপ চালকসহ চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। আটক পিক্যাপটিতে ভারতীয় বিভিন্ন কোম্পানীর ৩১৩ পিস শাড়ি ও ৮৪ পিস শেরওয়ানী পাঞ্জাবী সহ ভ্যানটি লালমনিহাট ১৫ বিজিবি’র সদর দপ্তরে নিয়ে আসে। জব্দকৃত পিক্যাপসহ এসব ভারতীয় পন্যের বাজার মুল্য আনুমানিক ৪০ লাখ ৩ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছেন বিজিবি। এ প্রসঙ্গে লালমনিহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here